লকডাউনে আটকে বাংলাদেশেই সন্তানের জন্ম দিয়ে দেশে ফিরলেন বাবা-মা, কোলে ‘আবির’

নুরুন্নবি ভুইয়া, আখাউড়া

বাংলাদেশে বেড়াতে গিয়ে আটকে পড়া । আজ দেশে ফিরেছেন কোলে একমাসের ছেলে নিয়ে।

কোভিড কাল তাদের কাছে দারুণ ভাল অভিজ্ঞতার।

ত্রিপুরার ঊনকটি জেলার কৈলাশহরের  মফিজ আলী, জমিলা খাতুন ও তাদের ছেলে শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে ছিলেন ফেব্রুয়ারীর ৫ তারিখ। আটকে যান লকডাউনে। সন্তান সম্ভবা মা জমিলা বাংলাদেশেই তাদের দ্বিতীয় সন্তনের জন্ম দিয়েছেন।

শ্রীমঙ্গলের মজুমদার নার্সিং হোমে ১৬ মে দ্বিতীয়াবার মা হন খাতুন। নাম রেখেছেন, মাহবুব আবির।

“বাংলাদেশে এসেছিলেন এক সন্তান নিয়ে কিন্তু ভারতে ফিরছেন তিনি দুই সন্তান নিয়ে। লকডাউনে বাংলাদেশ জন্ম নেয়া ‘মাহবুব আবির’ করোনার একটি বড় স্মৃতি ও উপহার হিসাবে আজীবন মনে থাকবে তাদের। আবিরকে দেশে ফেরার অনুমতি দেয়ায় বাংলাদেশ সরকার ও চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনকে তিনি ধন্যবাদ জানান,” সুখী দম্পতি।

COMMENTS