ত্রিপুরার খুমুলুঙে ২৪ ঘন্টা বনধের ডাক দিয়েছে আইপিএফটি। আগামীকাল সকাল ছয়টা থেকে পরশু সকাল ছয়টা পর্যন্ত বনধ, বলেছেন দলের সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা।
আইপিএফটি’র এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। তার নাম প্রদীপ দেববর্মা। প্রদীপ দেববর্মাকে গ্রেপ্তার করার প্রতিবাদে বনধের ডাক দিয়েছে আইপিএফটি। প্রদীপ দেববর্মা নির্দোষ বলে আইপিএফটি’র দাবি।
গত সপ্তাহে খুমুলুঙে শাসক বিজেপি ও তার শরিক আইপিএফটি কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশে হয় অভিযোগ দায়ের। তারপরই গ্রেফতার হন আইপিএফটি কর্মী প্রদীপ দেববর্মা। দলের কর্মীকে ছাড়িয়ে আনতে বিক্ষোভও দেখিয়েছিল আইপিএফটি।
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সময়মতো করা যায়নি করোনা পরিস্থিতির কারণে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচন হবে। খুমুলুঙ পরিষদের সদর দফতর।
বিভিন্ন জায়গায় দুই শরিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে ত্রিপুরায়।
COMMENTS