সোনামুড়ায় কাগজের নৌকা ভাসাল কংগ্রেস

ত্রিপুরার সোনামুড়া মহকুমায় গোমতী নদীতে কাগজের নৌকা ভাসালেন কংগ্রেস নেতা-কর্মীরা।

মুজিবর ইসলাম মজুমদারের নেতৃত্বে নৌকা ভাসানো হয় এই প্রতিবাদ করে যে ঘোষণা অনুযায়ী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে ‘জাহাজ’ সোনামুড়ায় এসে পৌঁছেনি।

সোনামুড়ায় গৌমতী নদীতে ভাসমান একটি প্ল্যাটফর্মও বসানো হয়েছে।

জুলাইয়ের ১৪ তারিখ জাহাজ হলদিয়া থেকে রওয়না দিয়ে ১৮ জুলাই সোনামুড়ায় আসার কথা ছিল।

মুজিবর ইসলাম মজুমদার বলেছেন, বিজপি মানুষকে বিভ্রান্ত করছে। মিথ্যা, জুমলা প্রতিশ্রুতি দিচ্ছে। পোর্টের নামে টাকার সরকারী টাকার অপচয় হয়ছে। জাহাজ আসা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথাও এনেছেন।

 

প্রতিক্রিয়ায় ” এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। একটা আড়াই বছরের সরকারের ডেভেলপমেন্ট, ইচ্ছাশক্তি, এখন আসেনি সেটা আলাদা বিষয়, টেকনিক্যাল বিষয় থাকতেই পারে, দুইটা দেশের ইস্যু যেটা। তারপরেও অনেকগুলি পদক্ষেপ নেয়া হয়েছে,আজ চট্টগ্রাম পর্যন্ত জাহাজ আসছে। আমরা মানা করিনি যে এটা আসবে না, তারজন্য পোর্টের কাজ হচ্ছে। কাজ শুরু হয়েছে। আজকেরটা কাল আসবে, হয়ত কালেরটা পরশু আসবে। এমন নয় যে কাজ বন্ধ হয়ে গেছে,”  প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক টিংকু রায় বলেছেন।

সোনামুড়ার নির্মীয়মান জেটি !

 

আরওঃ হলদিয়া থেকে সোনামুড়া

COMMENTS