সরকারের প্রধান নজর থাকবে মানুষের স্বাস্থ্য এবং তার কল্যাণে, যেকোনওভাবেই তা রক্ষা করতে হবে, তাতে যদি কিছু ধর্মগুরুর আবেগে লাগে, লাগবে।
ধর্মের আগে স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে বাধ্যতামূলকভাবে, মনে করে গুজরাট হাইকোর্ট। গুজরাট সরকারের ধর্মকে খুশি করার নীতিতে অসন্তোষ প্রকাশ করেছে এই আদালত।
জগন্নাথ রথ যাত্রা’র ওপর বিধিনিষেধ দেয়ার জন্য একটি জনস্বার্থ আবেদনের নিস্পত্তি করতে গিয়ে আদালত এই কথা বলেছে।
ধর্মীয় আবেগের আগে জনস্বাস্থ্যকে প্রাধান্য দেয়া প্রয়োজন, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি জে বি পারদিওয়ালা’র বেঞ্চ মনে করে, যেকোনও কল্যাণকামী রাষ্ট্রের দায়িত্ব, সমাজের স্বাস্থ্য ঠিক রাখতে প্রত্যেকের জীবন রক্ষায় আইনি ব্যবস্থা দেয়া।
আদালত অসন্তোষ প্রকাশ করে বলেছে,গুজরাট সরকার ধর্মীয়গুরু, মন্দির কতৃপক্ষ এবং আয়োজকদের খুশি করার নীতি নিয়েছে জগন্নাথ রথ যাত্রা এড়ানোর জন্য। ধর্মের চেয়ে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে।খুশি করার নীতি ভুল বার্তা দেয় জনমনে। অতিমারীতে এটা-সেটা করার সময় নেই, দরকার কাজের, শক্ত, ব্যপক, উপযুক্ত কাজের।
সাধারণ মানুষের জীবন গেলে, সামাজিক, আবেগের দিক থেকে এবং অর্থনৈতিক ক্ষতি বিশাল।
আদালত অধিকারের রক্ষাকর্তা, আমাদের মানুষ এমন সব কথা বলতেই হয়, যা তারা প্রায়ই শুনতে পছন্দ করেন না।।
COMMENTS