রিপাব্লিক টিভি টিআরপি নিয়ে কারসাজিতে যুক্ত ! মুম্বই পুলিশের দাবি অন্তত সেরকমই।

রিপাব্লিক টিভি টিআরপি নিয়ে কারসাজিতে যুক্ত ! মুম্বই পুলিশের দাবি অন্তত সেরকমই।

রিপাব্লিক টিভি টিআরপি নিয়ে কারসাজিতে যুক্ত ! মুম্বই পুলিশের দাবি অন্তত সেরকমই।

ফক্ত মারাঠি এবং বক্স সিনেমা, এই দুই চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ একই।

দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

মুম্বই পুলিশ বলেছে টেলিভিসন রেটিং পয়েন্ট নিয়ে তথ্য কারজাসি করার জালিয়াতি তারা ধরেছেন।

“ অন্তত তিনটি টেলিভিসন চ্যানেল এতে জড়িত। দুইজনকে গ্রেফতার করা হয়েছে,” পুলিশ কমিসনার পরমবীর সিং বলেছেন।

ক্রাইম ব্রাঞ্চ এই নিয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তার তদন্তেই এই বেরিয়ে এসেছে। চ্যানেলের মালিকদের বিশ্বাস ভঙ্গ এবং তথ্য জালিয়াতিতে অভিযুক্ত করা হয়েছে, বলেছেন তিনি।

 

“ দুই টিভি মালিককে গ্রেফতার করা হয়েছে। রিপাব্লিক টিভি’র মালিক/ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করা হবে। কাউকেই ছাড়া হবে না। শক্ত ব্যবস্থা নেয়া হবে,” কমিসনার বলেছেন।

 

রিপাব্লিক টিভি’র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী পাল্টা  বলেছেন, মহারাষ্ট্র সরকার নিয়ে তাদের খবরের জন্য তাদের টার্গেট করা হচ্ছে।

পরমবীর সিং’র বিরুদ্ধে মানহানির মামলা দেয়ার হুমকি দিয়ে তার দাবি, সুশান্ত সিং রাজপুত’র ঘটনায়  তদন্ত নিয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্যই মিথ্যা অভিযোগ আনা হয়েছে এই টিভির নামে।

 

সিং বলেছেন, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের  হানসা রিসার্চ গ্রুপ প্রাইভেট লিমিটেড’র একজনকে গ্রেফতার করা হয়েছে।  তাকে এবং আরও একজনের বিরুদ্ধে অভিযোগ এই যে তাদেরকে দেয়া গোপন তথ্য ‘বিভিন্ন টিভি চ্যানেলকে অনায্য সুবিধা দিতে’ ব্যবহার করেছেন তারা।

 

হাসনা রিসার্চ’র সিইও প্রবীন নিঝহারা বলেছেন, কয়েক সপ্তাহ ধরেই ব্যাপারটি তদন্ত করছেন তারা। হাসনা রিসার্চ  অন্যায় কাজে যুক্ত থাকার জন্য এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছে।

 

কয়েকজন ক্যাবল টিভি গ্রাহক বলেছেন, তারা  না দেখলেও  টিভি সেট খুলে রাখার জন্য ৫০০ টাকা পেয়েছেন।

 

দুই অভিযুক্তকে ৯ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

( আইএএনএস  থেকে নেয়া)

COMMENTS