স্কুলের শৌচাগারে কোয়ারেন্টাইন সেন্টার। রাখা হল শ্রমিক দম্পতিকে।

স্কুলের শৌচাগারে কোয়ারেন্টাইন সেন্টার। রাখা হল শ্রমিক দম্পতিকে।

স্বামী-স্ত্রী দুজনই শ্রমিক। দু’জনকেই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে দুজনের স্থান হয়েছে শৌচাগারে । শৌচাগারেই খাবার দেওয়া হয়।

ঘটনা গতকালকের , মধ্যপ্রদেশের রাঘগড় জেলার । শৌচাগারে থাকা অবস্থায় শ্রমিক দম্পতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় শৌচাগারে থাকা অবস্থাতেই একজন খাবারের থালা হাতে নিয়ে রেখেছেন। খবর ছড়িয়ে পড়ার পর প্রশাসন থেকে তোদাড়া গ্রাম পঞ্চায়েতের দেবীপুর স্কুলের মূল দালানে তাদের সরিয়ে নেওয়া হয় ।

জেলা প্রশাসনের তরফে ডিস্ট্রিক্ট কালেক্টর এস বিশ্বনাথ জানিয়েছেন পুরুষ শ্রমিক ব্যক্তি যখন শৌচাগারে গিয়েছিলেন তখন তার স্ত্রী তাকে খাবারের থালাটি ধরিয়ে দেন । তখনই ছবিটি তোলা হয় । ঘটনা এরকম নয় যে ওই দুজনকে শৌচাগারে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।

জানা গেছে প্রশাসন থেকে পুরো ঘটনার তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।

সূত্রের তথ্য মোতাবেক ওই শ্রমিকদের স্কুলের শৌচাগারেই রাখা হয়েছিল । পরবর্তীতে তাদের সরিয়ে নেওয়া হয় ।

(আই এ এন এস)

COMMENTS