অ্যান্থেসিয়া করার পর জানা গেল, তিনি কোভিড পজিটিভ !

অ্যান্থেসিয়া করার পর জানা গেল, তিনি কোভিড পজিটিভ !প্রতিকী ছবি

ত্রিপুরার  ঊনকোটি জেলা হাসপাতালে সব ধরনের সার্জারি বন্ধ থাকছে আগামীকাল।

একজন কোভিড আক্রান্ত গর্ভবতী মা-র সিজারিইয়ান সেকসন অপারেসন হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

হাসপাতাল সুপার ডাঃ সৌমেন্দ্র দেববর্মা বলেছেন, মোট চারজনের এই সার্জারি হওয়ার কথা ছিল, তবে প্রথমজনের  অ্যান্থেসিয়া হওয়ার পর খবর আসে যে তিনি কোভিড পজিটিভ। তার অপারেসন করা হয় । অন্য তিনজনকে আগরতলা পাঠিয়ে দেয়া হয়েছে।

অপারেসন থিয়েটার স্যানিটাইজ করার জন্য বন্ধ করে দেয়া হয়।

 

কৈলাশহরে আজ বাষট্টি বছরের  কোভিড আক্রান্ত একজন মহিলা মারা গেছেন। ঊনকোটি জেলায় এটি দ্বিতীয় কোভিডে মৃত্যুর ঘটনা। ২৭ আগস্ট প্রথম মৃত্যু ছিল।

COMMENTS