ত্রিপুরায় কোভিড আক্রান্তের সংখ্যা ১১ হাজার পেরিয়ে, আক্রান্ত আরও এক বিধায়ক। দুই সরকারী জায়গায় তথ্যের মিল নেই।

ত্রিপুরায় কোভিড আক্রান্তের সংখ্যা ১১ হাজার পেরিয়ে, আক্রান্ত আরও এক বিধায়ক। দুই সরকারী জায়গায় তথ্যের মিল নেই।

ত্রিপুরায় করোনায় আক্রান্ত আরও এক বিধায়ক।

ত্রিপুরায় আরও ৪৪৭ জন কোভিডে আক্রান্ত  শনাক্ত হয়েছেন, আক্রান্তের সংখ্যা দাঁড়াল, ১১, ৩২৩।  একদিনে মারা গেছেন চার জন। একজন পশ্চিম ত্রিপুরা জেলার, দুই জন উত্তর জেলার এবং একজন ঊনকোটি জেলার।

বৃহস্পতি, শুক্র এবং শনি,  এই তিন দিনে ত্রিপুরায় নতুন কোভিড পজিটিভ পাওয়া গেছেন ১৩৯৯ জন। প্রতিদিন গড়ে  ৪৬৬ জন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে।  এখন ৪০৯১ জন এক্টিভ। মোট সুস্থ হয়েছেন ৭২৩২ জন, শনিবারে ছাড়া পেয়েছেন ১৯৫ জন। সুস্থতার হার ৬৩.৮৬ শতাংশ।

মোট কোভিড পজিটিভিটির হার ৪.২২ শতাংশ, পজিটিভিটির হার চার  পেরিয়ে গেল । শুধু শনিবারের পজিটিভিটির হার,  ১২.৩৪ শতাংশ।নমুনা পরীক্ষা হয়েছে, ৩৬২১।

মৃত্যু-হার ০.৮৬ শতাংশ।

শাসক  বিজেপি’র এক  বিধায়ক কোভিড পজিটিভ। শনিবার তার রিপোর্ট এসেছে। তিনি পশ্চিম ত্রিপুরা জেলার এক বিধায়ক।

ত্রিপুরায় চার বিজেপি  বিধায়ক করোনায় আক্রান্ত হলেন। বিরোধী পক্ষের এখনও কেউ নেই।

বিধায়ক রামপদ জমাতিয়া এবং ধনঞ্জয় ত্রিপুরা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিড মহামারির ক্ষেত্রে এখন আগরতলা পুর নিগমের অবস্থা সবচেয়ে খারাপ। পুর নিগমের নয়টি ওয়ার্ডে পজিটিভিটির হার ২০ শতাংশের বেশি। তিনি আরও সচেতন হবার কথা বলেছিলেন।

মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন,  করোনায় মারা গেছেন,  তাদের পরিবারকে  প্রথম কিস্তিতে আপাতত তিন লাখ টাকা করে দেয়া হবে।

 

ত্রিপুরার স্বাস্থ্য দফতরের ব্যুলেটিনে ২৯ আগস্ট সন্ধ্যায়  বলা হয়েছে, সুস্থ হয়েছেন, ৭২৩২ জন  এবং  এক্টিভ আছেন, ৩৫২৯ জন। এই দুই যোগ করলে দাঁড়ায়, ১০৭৬১ জন,  সাথে বুলেটিনে দেয়া মৃত্যু সংখ্যা ৯৬ যোগ করা হলে মোট আক্রান্তের সংখ্যা  দাঁড়ায় ১০,৮৫৭ জনে। অথচ ত্রিপুরায় মোট আক্রান্ত সেই বুলেটিনে তখন ১০৮৬০ জন।

ঠিক একই ভাবে স্বাস্থ্য দফতরের ব্যুলেটিনে দেয়া সংখ্যার সাথে ত্রিপুরার স্টেট পোর্টালে সংযুক্ত https://covid19.tripura.gov.in/Visitor/ViewStatus.aspx  সাইটে দেয়া তথ্যে গড়মিল থাকছে, মোট আক্রান্তের সংখ্যায়, এই দুইয়ের পার্থক্য তিন জনের। আবার স্যাম্পেল টেস্টের মোট সংখ্যাও গড়মিল থাকছে।

জুলাই মাসে কোভিড ত্রিপুরা সাইটে সিপাহিজলা জেলার মৃত্যু সংখ্যা কমে গিয়েছিল।

 

(এই খবরে  আক্রান্তের  সংখ্যা, মৃত্যুর সংখ্যা, ইত্যাদি নেয়া হয়েছে  https://covid19.tripura.gov.in/Visitor/ViewStatus.aspx থেকে।

 

COMMENTS