১২ টি দাবিতে ই-মেল ক্যাম্পেন কর্মসূচী শুরু করেছে আদিবাসীদের চারটি সংগঠন

১২ টি দাবিতে ই-মেল ক্যাম্পেন কর্মসূচী শুরু করেছে আদিবাসীদের চারটি সংগঠনFeatured Video Play Icon

১২ টি দাবিতে ই-মেল ক্যাম্পেন কর্মসূচী শুরু করেছে আদিবাসীদের চারটি সংগঠন।

জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ, এবং টিইউকেসি এই চারটি সংগঠন ত্রিপুরা থেকে ই-মেল পাঠাচ্ছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে। ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচী চলবে ১৯ আগস্ট পর্যন্ত।

আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ পুরো দেশে এই কর্মসূচী নিয়ে এগারটি দাবিতে। ত্রিপুরাতে এই চার সংগঠন ঐ এগারটি দাবির সঙ্গে আরও একটি দাবি যুক্ত করেছে এডিসি নিয়ে।

জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী এবং সম্পাদক রাধাচরণ দেববর্মা সন্ধ্যায় সিপিআই(এম) রাজ্য দপ্তরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সেখানে জিতেন্দ্র চৌধুরী বলেছেন, এই মহামারিতে সবাইকে ফ্রি রেসন এবনফ সাড়ে সাত হাজার টাকা করে দেবার দাবি রাখা হয়েছে।  উপজাতি জেলা পরিষদকে আরও ক্ষমতা দেওয়া, ককবরককে ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্ত করা, সরকারি চাকরিতে আদাবাসীদের জন্য সংরক্ষিত আসন দ্রুত পূরণ করার দাবি করা হয়েছে।

COMMENTS