ডিন জোন্স আর নেই ।ঊনষাটেই থেমে গেলেন। আজ । মুম্বাইতে। আইপিএল’র কমেন্ট্রি’র জন্য কয়েকদিন ধরেই মুম্বাইতে ছিলেন ।
বর্ডার , ডেভিড বুন , মার্শ , ম্যাকডরমট , ব্রুস রিড , স্টিভ ওয়াঘ জমানার — আমাদের ছোটবেলার অস্ট্রেলিয়ান তারকাদের এক মধ্যমনি ছিলেন ডিন জোন্স ।
১৯৮৬ এর টাই টেস্টের সাথে ভীষণ ভাবে জড়িয়ে আছেন জোন্স । চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট ছিল জোন্সের জীবনের পঞ্চম টেস্ট । প্রথম ইনিংসে করেছিলেন ২১০ রান । খেলতে খেলতেই অসুস্থ হয়ে গিয়েছিলেন । আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল — সারা রাত স্যালাইন চলেছিল । টাই টেস্টে যুগ্ম ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন জোন্স ।
এই বিষাদ বছরে আজ ক্রিকেট পরিবারের এক অসম্ভব মন খারাপের দিন ।
ছবিঃbt.com
COMMENTS