আইএনপিটি, টিপিএফ এবং তিপ্রা একসাথে এল

আইএনপিটি, টিপিএফ এবং তিপ্রা একসাথে এল

ত্রিপুরার আঞ্চলিক দল আইএনপিটি জোট বাঁধল তিপ্রা নামে আরেকটি আঞ্চলিক সংগঠনের সাথে।
তিপ্রা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মন গঠন করেছিলেন গতবছরে।
তিপ্রা’র সাথে আগেই জোট করেছে টিপিএফ নামে আরেক আঞ্চলিক দল। টিপিএফ’র নেতৃত্বে আছেন পাতালকন্যা দেববর্মা।

মেঘালয়ের শিলঙে তিপ্রা, আইএনপিটি এবং টিপিএফ গত দুইদিন মিটিঙ করেছে।
তিনটি দল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কারণে একসাথে হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে।

তিনটি দলই প্রধানত আদিবাসীদের নিয়ে।

শিলঙের বৈঠকের পর তিন দলের একটি যৌথ প্রেস রিলিজ দেয়া হয় তাতে বলা হয়েছে, এই ফ্রন্ট আদর্শগতভাবে ত্রিপুরার মানুষের জন্য কাজ করবে। তারা কাজ করবেন, এনআরসি, সিএএ, ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার শনাক্তকরণ, এবং তাদের নাম বাদ দেয়া, বনাধিকার আইন, এডিসিকে আরও ক্ষমতা দেয়া, এডিসির হাতে সরাসরি টাকা দেয়া, বেআইনি জমি পুররুদ্ধার করা, এসব নিয়ে।

প্রদ্যোত কিশোর কংগ্রেস ছেড়ে সরাসরি রাজনৈতিক দল ঘোষণা দিয়ে তিপ্রা গঠন না করলেও, রাজনৈতিক কাজ করেছে।

উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে এই তিন দল এক সাথে এল।

আইএনপিটি দীর্ঘদিন কংগ্রেসের সাথে জোটে ছিল, মাঝে মাঝে জোট ভেঙে গেলেও, ঘুরেফিরে আবার কংগ্রেসের সাথেই জোট হয়েছে। দলের নাম বদল হয়েছে, দল ভেঙেছে, নতুন দল হয়েছে, আবার দল জোড়াও লেগেছে। কিছুদিন আগে আইএনপিটি এবং এনসিটি মিলে হয়েছে, আইএনপিটি ( ইউনাইটেড)।

COMMENTS