বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরাসে ধর্ষণের শিকার একজনের দেহ রাতের অন্ধকারে, তার আত্মীয়দের আটকে রেখে পুলিশ পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি আগরতলায় বিক্ষোভ দেখিয়েছে।
প্যারাডাইস চৌমুহনীতে মিছিল আটকে দেয় পুলিশ।
বিধায়ক সুধন দাস সেখানে বলেছেন, দেশে মহিলা নির্যাতন ক্রমাগত বাড়ছে। উত্তরপ্রদেশে যোগীর রাজত্বে একের পর এক নারীদের বিরুদ্ধে অপরাধ ঘটছে। একই অবস্থা ত্রিপুরাতেও। এখানে বুধবার এক মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টা হয়েছে চন্দুলে। মানুষকে প্রতিবাদী হতে আহ্বান জানিয়েছেন তিনি।
COMMENTS