মহারাষ্ট্র থেকে আগামীকাল ত্রিপুরার ট্রেন ছাড়ছে না

মহারাষ্ট্র থেকে আগামীকাল ত্রিপুরার ট্রেন ছাড়ছে নাFeatured Video Play Icon

মহারাষ্ট্রে আটকে পড়া ত্রিপুরার মানুষকে নিয়ে একটি ট্রেন রওনা দেবার কথা ছিল আগামীকাল। তাতে ১৩৩৮ জন আসার কথা ছিল। কিন্তু ত্রিপুরার দুজনের দেহে কোভিড-উনিশ ভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় জন এখন আছেন কোয়ারান্টাইনে। সেই ট্রেন আগামীকাল আর রওনা দিচ্ছে না। মহারাষ্ট্র সরকার জানিয়েছে সবাইকে পরীক্ষা করে ছাড়া হবে। কর্ণাটক থেকে আরও একটি ট্রেন আজ ছাড়বে আগরতলার দিকে। পশ্চিমবঙ্গে যারা আটকে আছেন তাদের ফিরে আসার জন্য তিনটি ট্রেনের প্রয়োজন। কিন্তু এখনও কিছু জানায়নি সে রাজ্যের সরকার।

ত্রিপুরায় আটকে থাকা বিহারের পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন রওনা দেবে আগামী পরশু। ছাড়বে জিরানীয়া ষ্টেশন থেকে। ১৯ তারিখ আরও একটি ট্রেন ছাড়বে ত্রিপুরার বিলোনীয়া ষ্টেশন থেকে। সেটিও যাবে বিহার। আগরতলা থেকে উত্তরপ্রদেশের ট্রেন ছাড়বে ২০ মে। সেটিও পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাবে।

ত্রিপুরায় এখন কোভিড-উনিশ রোগী চিকিৎসা নিচ্ছেন ১১২ জন। আজ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪২ জন। আজকেও আগরতলার জিবিপি হাসপাতালে পরীক্ষা হচ্ছে ৬১১ স্যাম্পল। বলেছেন আইনমন্ত্রী রতন লাল নাথ। সন্ধ্যায় মহাকরণে।

COMMENTS