উত্তর ত্রিপুরায় অশান্তি!

উত্তর ত্রিপুরায় মিজোরাম থেকে আসা রিয়াঙদের(ব্রু) পুনর্বাসন নিয়ে ছয়দিন ধরে কাঞ্চণপুরে বনধ চলছে।
‘জয়েন্ট মুভমেন্ট কমিটি’র নামে ডাকা এই বনধে শাসক বিজেপি’র কাঞ্চণপুরের ইউনিট সমর্থন দিয়েছে বলে খবর। বিজেপি নেতা কমিটির ডাকা সভায় ভাষণ দিয়েছেন। বিরোধী সিপিআই(এম) নেতা ললিত দেবনাথও সেখানে ভাষণ দিয়েছেন।

বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আজ চিঠি দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বনধের নেতাদের নিয়ে আলোচনা করে সমস্যা সমাধান করতে।

কাঞ্চণপুরের ঢোকার মুখে পানিসাগরের নবীনছড়ায় আজ গণ্ডগোলের খবর পাওয়া গেছে।
নিরাপত্তা কর্মীদের গুলি চালাতে হয়েছে বলে খবর। আহত আছেন। প্রশাসনের লোকজনও আক্রান্ত।

কাঞ্চণপুরের একাংশ বাঙালি এবং মিজো নাগরিক যৌথভাবে বনধ ডেকেছেন। মিজোরামের রিয়াঙদের পুনর্বাসনের বিষয় নিয়েই তাদের বনধ। ১৯৯৭ সালে মিজোরাম থেকে হাজার হাজার মানুষ নিজেদের জায়গা ছেড়ে কাঞ্চণপুর মহকুমায় উদ্বাস্তু হয়ে আসেন। সরকার তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। প্রায় সব রকমের নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে তারা দুই দশকের বেশি ধরে আছেন অস্থায়ী ঠিকানায়।

ছয়দিন ধরে বনধ চলছে। সমাধানসূত্র এখনও বের হয়নি।

COMMENTS