তিন অস্বাভাবিক মৃত্যু

তিন অস্বাভাবিক মৃত্যু

তিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দুই দেহ উদ্ধার হয়েছে জলে, এবং একজনকে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়।
একটি ক্ষেত্রে পরিবারের লোকজন খুনের অভিযোগ করেছন।
ত্রিপুরার রাজধানী আগরতলায়ই গতরাতে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে অভয়নগরে, জলাশয়ে যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এলেও, দেহ তুলতে অস্বীকার করেন। পরে পুলিশ এসে দেহ তুলে নিয়ে যায় হাসপাতালে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স ৩৫ বছর বছর বলে ধরা করা হচ্ছে। অভয়নগরের পশু হাসপাতালের পেছনে তাকে পাওয়া গেছে।

দিন কয়েক আগেই আগরতলায় নদীতে এক ড্রাইভার যুবকের দেহ পাওয়া গেছে। পরিবারের লোকজনের সন্দেহ ছিল।

পশ্চিম জেলার পুলিশ সুপার আজই দাবি করেছেন, এই জেলায় অপরাধ কমেছে।

সকালে সিপাহীজলার কমলাসাগরের গাবতলী এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, মানিক সরকার নাম, বয়স ৩০। গতরাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।সকালে লোকজন খোঁজাখুঁজি করেন। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি পরিত্যক্ত পাকা বাড়িতে তাকে পাওয়া যায়, মৃত। পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছিল। কারণ তার দুটি পা পুরোপুরি মাটিতে লাগানো অবস্থায় ছিল। আমতলী থানার পুলিশ দেহ নিয়ে মর্গে নিয়ে যায়।
মানিক সরকারের ভাইয়ের অভিযোগ, পরিত্যক্ত বাড়ির পাশে এক মহিলার ঘরে গত কয়েক মাস ধরেই মদের আসর বসছে। বিভিন্ন জায়গা থেকে যুবকরা আসে সেখানে। গতকাল রাতে মানিক সরকারও সেই আসরে গিয়েছিলেন বলে ভাইয়ের মত। তাদের ধারনা, সেখানে কোনও ঘটনা ঘটেছে। থানায় একটি অভিযোগ করেছেন তারা।
সকালে ধলাই জেলার আমবাসায় ছড়ার জলে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ঘটনা আমবাসা থানার নয় মাইল এলাকার ধনসিং রোয়াজা পাড়ায়। গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই এলাকার মঙ্গখরাই ত্রিপুরা। তিনি একটি ঘরে একাই থাকতেন। সকালে মঙ্গখরাই ত্রিপুরার বড় ভাইয়ের ছেলে খোঁজাখুঁজি করায় ছড়ায় তার দেহ দেখতে পান।

COMMENTS