বিজেপি’র প্রদর্শনে বিহার এনডিএ’র

বিজেপি’র প্রদর্শনে বিহার এনডিএ’র

বিজেপি’র একা পারফর্মেন্সেই কার্যত বিহার গেরুয়ার দখলে রইল। ভোররাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিহারে সংখ্যা গরিষ্ঠতার সংখ্যায় পৌঁছায়।  বিজেপি পেয়েছে ৭৩ আসন, আগের বারের তুলনায় অন্তত কুড়িটি বেশি। কিন্তু সেবার বিজেপি আর জেডি(ইউ) একসাথে ছিওল না। এবার এনডিএ’র ভোট কমেছে অনেকটাই।

 

একক বৃহত্তম দল তেজস্বী যাদবের আরজেডি। আরজেডি ১৪৪ আসনে লড়ে ৭৫ আসনে জিতেছে।

 

নির্বাচন কমিসন কাছে আরজেডি, কংগ্রেস এবং সিপিআই(এম-এল) কারচুপির অভিযোগ এনেছিল গতকালই।

অভিযোগ উঠেছে, কম ব্যবধান থাকা আসন এনডিএ’র পক্ষে দখলের জন্য গণনা কর্মীদের বলা হয়েছে।

 

কমিসন অভিযোগ নেয়নি, বলেছে, কোনও চাপে কাজ করে না কমিসন। কোভিডের গাইডলাইনের জন্য গণনায় দেরি হয়েছে।

 

সিপিআই(এম-এল) একটি কেন্দ্রে ৪৬১ ভোটের ব্যবধানে হেরেছে, এবং  পোস্টাল ব্যালটে এই ব্যবধান এসেছে। সেখানে আবার গণনার দাবি জানিয়েছিল। গণনা কেন্দ্রে বেআইনিভাবে এনডিএ নেতার ঢুকে যাওয়ার অভিযোগও তারা করেছেন।

মহাজোটের শরিক কংগ্রেস ৭০ আসনে লড়ে ১৯ আসন জিতেছে, ফল গত বারের তুলনায়ও খারাপ। কংগ্রেসের এই ফলেই মোটামুটি মহাজোটের সরকার গড়ার স্বপ্ন ‘খালাস’  হয়ে গেছে।

 

এনডিএ জিতলেও, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ ৪৩ আসনে আটকে গেছে। এখন বিহারে তারা আর বড় শরিক না।নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে চান না বিজেপি’র একটা অংশই।

বিহারে হাইভোল্টেজ নির্বাচনের পর, এখন এসবই খুচরো কৌতুহল।

 

এবারে বিহার বিধানসভা নির্বাচনে তিন বাম দলের ‘স্ট্রাইকিং রেট’ অন্যদলগুলির তুলনায় ভালো। তারা ২৯ আসনে প্রার্থী দিয়ে ১৬ আসনে জয় পেয়েছে।

 

COMMENTS