আগরতলায় এক কারখানা লক-আউট করে দিয়েছেন মালিক, কাজ হারিয়েছেন পঁচিশজন শ্রমিক। পঁচিশ বছরের বেশি সময় ধরে সেখানে কাজ করছেন তারা।
অভিনন্দন এন্টারপ্রাইজ-এ সকালে কাজে গিয়ে দেখেন তালা ঝুলছে।
তারা বিক্ষোভ দেখিয়েছেন।
তাদের অভিযোগ, এখানে তৈরি হওয়া ক্যাবল রাজ্য সরকার কিনে নিত। এখন বাইরে থেকে তা আসছে, তাদের কারখানার লাভ নেই। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং শ্রম কমিসনারের কাছে চিঠি লিখেছেন তারা আগেই।
রাজ্য সরকারের কাছে দাবি রেখেছেন, এখানের ক্যাবল যেন সরকার নেয়।
ত্রিপুরার রাজধানী আগরতলায় কারখানাটি।
‘ভোকাল ফর লোক্যাল’-র আওতায় কি এই কারখানা আসে না!
COMMENTS