দক্ষিণ ত্রিপুরায় সরকারি কাজে গিয়ে রক্তাক্ত চার নিরাপত্তা কর্মী।গভীর রাতে বিলোনিয়ার সুকান্তনগর ড্রপগেট এলাকায় কিরণ বিশ্বাস নামে একজনের বাড়ি থেকে খুব জোরে সাউণ্ড সিস্টেম বাজানো হচ্ছিল। কেউ পুলিশে খবর দেন।
এএসআই স্বপন সেন, তিনজন টিএসআর কনেস্টবল সেখানে যান। বাজানো বন্ধ করতে বলতেই, তেড়ে আসেন সেই বাড়ির লোকজন, এবং অভিযোগকারীর নাম বলতে পুলিশকে চাপ দেন। পুলিশ নাম জানায়নি। তারপরেই তাদেরকে মারপিট করা হয় বলে অভিযোগ।
কিরণ বিশ্বাস রাজনৈতিক পরিচয়ে বিজেপি কর্মী।
স্বপন সেন হাসপাতালে ভর্তি আছেন।
COMMENTS