বিজেপি নাম শুনেই মেজাজ হারালেন প্রদ্যোত

রাজনীতি করব না বলেও রাজনৈতিক দলের সাথে গাঁটছড়া বাঁধা ত্রিপুরার প্রাক্তন রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মন মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নে।
“বিজেপিতে কি যোগ দিচ্ছেন আপনি?”, প্রশ্ন ছিল এই।

প্রদ্যোত বলেন, “আপনি বিজেপিতে যোগ দিন না। আমি কেন যোগ দেব? প্রশ্ন করার আগে আপনাদের হোম ওয়ার্ক করে আসা উচিত।”
শেষে বলেন, “আমি বিজেপিতে যোগ দিচ্ছি না। এটা আপনারা ভালো মতো জেনে রাখুন”।

একসময় তিনি কংগ্রেস করতেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। গত লোকসভা ভোটে লড়েছেন তার বোন। হেরে যান।
তার কিছুদিন পরেই কংগ্রেস ছেড়ে দেন। নিন্দুকেরা বলেন, ত্রিপুরায় কংগ্রেসের ভবিষ্যত ফিকে মনে হওয়ায় তিনি দল ছেড়েছেন।

মিজোরাম থেকে আসা রিয়াঙদের পুনর্বাসন নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন।

প্রদ্যোত বারেই বারেই ‘রিপাট্রিয়েসন’ শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দের সাধারণ মানে দাঁড়ায়, নিজের জায়গায় ফিরে যাওয়া।
কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে সিদ্ধান্ত নিয়েছে, তাদের ত্রিপুরাতেই পুনর্বাসন দেয়া হবে।

COMMENTS