অবচেতনে কি সামন্ত-কথা উঁকি দেয় মনে! হতে পারে, নাও হতে পারে, কেবলই অন্যরকমের টানও থাকতে পারে!
পালকি করে নতুন বউ গেলেন শ্বশুরবাড়িতে। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে পালকি দেখতে মানুষ ভিড় করেছিলেন রাস্তার পাশে।
জমকালো সাজে পালকি, তবে বাহকের পায়ে হাওয়াই স্যান্ডেল।
বউ পালকিতে, স্বামী পাশে পাশে হেঁটে চলেছেন। পুরানো ধনী পরিবারের ছবি থেকে উঠে আসা দৃশ্য বেশ আলোচনার বিষয় আজ সাব্রুমে।
COMMENTS