মারা গেলেন মারাদোনা !

মারা গেলেন মারাদোনা !

মারা গেলেন মারাদোনা !
দিয়েগো আরমান্দো মারাদোনা হার্ট অ্যাটাকে মারা গেছেন। বয়স হয়েছিল ষাট বছর।
১৯৮৬-র ফুটবল বিশ্বকাপ মানেই মারাদোনা।
আর্জেন্টিনা বিশ্ব কাপ সেবার তুলে নিয়েছিল, ফুটবল বিশ্বকে দিয়েছিল মারাদোনাকে।
‘ইশ্বরের হাত’ সে বছরেরই কথা।
যদিও চার বছর আগে, ১৯৮৪ সালেই প্রথম বার বিশ্বকাপে খেলেছেন তিনি। তার শেষ বিশ্বকাপ ১৯৯৪ সালে।
দুই সপ্তাহ আগেই তার মাথায় রক্ত জমেছিল, সার্জারি করে তা বের করাও হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে ছিলেন, বাড়িতেই মারা গেছেন।
কিউবা’র প্রেসিডেন্ট প্রয়াত ফিদেল কাস্ত্র’র সাথে তার বন্ধুত্ব ছিল বিশেষ রকমের।
সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় বলে অনেকেই দিয়েগো মারাদোনাকেই মানেন।

COMMENTS