ব্ল্যাডব্যাঙ্কে ডোনার এনেও রক্ত পাওয়া যায় নাঃ প্রাক্তন বিজেপি মন্ত্রী সুদীপ রায় বর্মন

ঘন ঘন এখন আর রক্তদান শিবির হচ্ছে না।আগে হত। ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দিয়েছে। অনেক সময় ব্লাড ব্যাঙ্কে ডোনার নিয়ে গিয়েও রক্ত পাওয়া যায় না। বলেছেন, ত্রিপুরার বিজেপি-আইপিএফটি সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ।
হুজ্জতির কারণেও রক্তদান শিবির কম হচ্ছে, মনে করেম রায় বর্মন।

ত্রিপুরায় রক্তদান উৎসবের চেহারা নিয়েছিল। বামপন্থী যুব সংগঠনই প্রধানত রক্তদানের উদ্যোগ নিত। বিজেপি-আইপিএফটি সরকারের সময়ে রক্তদান শিবিরও আক্রান্ত হচ্ছে। কোনও ক্ষেত্রেই পুলিশ অসামীকে আদালত পর্যন্ত নিয়ে যায়নি।

preload imagepreload image