বুনোহাতি এক মহিলাকে মেরে ফেলল

ত্রিপুরায় বন্যহাতির ধাক্কায় মারায় গেলেন এক মহিলা।

খোয়াই জেলার উত্তর মহারানী’র মালাকার পাড়ায় একটি যাত্রীগাড়ি বুনোহাতির সামনে পড়েছিল। বাকী সবাই পালিয়ে যেতে পারলেও খিলংতি দেব্বর্মা নিরাপদ জায়গায় যেতে পারেননি।
তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা বলেন, তিনি আগেই মারা গেছেন।
গাড়িটি তেলিয়ামুড়ার চাকমাঘাটের রঙ্গিয়াটিলা থেকে চাম্পাহাওড় যাচ্ছিল।

উত্তর মহারানীসহ তেলিয়ামুড়ার নানা জায়গায় বুনোহাতির আনাগোনা সারা বছরই থাকে। প্রায়ই হাতির আক্রমণে ফসল, ঘরবাড়ি নষ্ট হয়।

বিশাল এলাকা পাহারা দেয়ার জন্য মাত্র একটি অস্থায়ী ক্যাম্প আছে বন দফতরের।
আগে কুনকি হাতি দিয়ে বুনোহাতিদের অন্যদিকে নিয়ে যাওয়া হত।

বহুবছর ধরেই অ্যালিফ্যান্ট রিজার্ভ হচ্ছে বলে শোনা যায়, হচ্ছে আর না।

COMMENTS