ত্রিপুরার উপজাতি জেলা পরিষদ নির্বাচনে লড়বে প্রাক্তন রাজ পরিবারের সদস্য প্রদ্যোত মানিক্য দেববর্মন’র গঠিত তিপ্রা।প্রদ্যোত মানিক্য গত লোকসভা নির্বাচনে কংগ্রেস’র জিততে না পারার পর প্রদেশ কংগ্রেস সভাপতি’র পদ ছেড়ে দিয়ে দ্য প্রোগ্রেসিভ ইন্ডিজেনাস রিজিওনাল অ্যালায়েন্স ( তিপ্রা) গঠন করে বলেছিলেন তিনি আর রাজনীতিতে নেই। এই সংগঠন সামাজিক-সাস্কৃতিক কাজ করবে। তবে এই সময়ে ব্রু শরনার্থীদের পুনর্বাসন চুক্তি, ইত্যাদি নানা রাজনৈতিক বিষয়েই যুক্ত হয়েছেন। বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, সেই কথাও উঠেছিল। কিছুদিন আগে সাংবাদিকদের এই প্রশ্নে মেজাজ হারিয়ে বলেছিলেন, সাংবাদিকদের হোমওয়ার্ক করে আসা উচিৎ যে তিনি রাজনীতিতে নেই।
ডাক গুড়গুড় করে তিপ্রা নির্বাচনে লড়ছে ঘোষণা দিলেন, তিনি নিজে লড়বে না, তাও বলেননি।
তিনি প্রদেশ কংগ্রেস’র সভাপতি থাকার সময়ে দিদি লোকসভায় প্রার্থী হয়েছিলেন। আগে বা পরে তাকে আর রাজনীতিতে দেখা যায়নি।
কিছুদিন আগে দুই আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা’র সাথে সমঝোতা করেছে।
তিপ্রা ‘গ্রেটার তিপ্রাল্যাণ্ড’র দাবি করেছে। ১৯৮৪ থেকে স্বশাসিত জেলা পরিষদ থাকলেও কিছু হয়নি অভিযোগ করে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি রাখলেও, সেই পরিষদ নির্বাচনে তারা লড়ছেন।
COMMENTS