কলেজের প্রিন্সিপাল বন্দী হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’র হাতে

কলেজের প্রিন্সিপাল বন্দী হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’র হাতে।

ত্রিপুরার সবচেয়ে পুরানো এবং বড় কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ’র প্রিন্সিপাল দীপান্বিতা চক্রবর্তীকে এবিভিপি কর্মীরা তালা দিয়ে আটকে রেখেছিলেন ।

তার ঘরের দরজায় তালা দিয়ে গেরুয়া পতাকা রেখে বাইরে স্লোগান দিয়ে তাকে তাকে ‘সিপিএমের দালাল’, ‘চীনের দালাল’, ইত্যাদি  বলা হয়েছে।

এবিভিপি জয়েন্ট এন্ট্রান্স  পরীক্ষা’র জন্য  তারা কলেজে হেল্প ডেস্ক বসাতে চায়। অধ্যক্ষা তাতে রাজি হননি। তারপর তাকে তালাবন্দী করা হয়।

বৃহস্পতিবার দুপুরের ঘটনা।

প্রিন্সিপাল পরে তাদের সাথে কথা বলেন, তালামুক্ত হন।

 

এবিভিপি’র এক  নেতা বলেছেন, তারা সেবামূলক কাজ করতে চান। তাতে প্রিন্সিপাল রাজি না হওয়ায় তাকে ঘেরাও করে রাখা হয়েছে তালা মেরে। প্রিন্সিপাল  ‘দেশদ্রোহী ছাত্র সংগঠন’র সঙ্গে এমন ধরণের আচারন করেন না, তার বক্তব্য।

 

এবিভিপি’র কর্মীরা কয়েক বছর আগে এই কলেজ চত্বরেই স্টুডেন্টস কাউন্সিল’র অফিসে হুলুস্থুল করেছিলেন।

 

যাইহোক, ত্রিপুরার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা পিছিয়ে গেছে।

 

COMMENTS