ত্রিপুরার রুটিন অস্বাভাবিক মৃত্যুর সোমবারেরটি সিপাহিজলার নলছড়ে।
নিজের ঘরেই এক মহিলাকে মৃত পাওয়া গেছে।
স্বামী মারা গেছেন বহুদিন আগে, মেয়ের বিয়ে হয়ে গেছে, একাই থাকতেন তিনি।
কোথাও যাওয়ার কথা ছিল, তাকে না পেয়ে পড়শিরা খুঁজতে এসে দেখেন মেঝেয় পড়ে আছেন তিনি, রক্তাক্ত।
পুলিশ এসে দেহ নিয়ে গেছে।
তাকে অত্যাচারের পর খুন করা হয়েছে বলে মানুষের ধারনা, পুলিশ নিশ্চিত কিছু বলেনি।
COMMENTS