আগরতলার টেকরই চৌমোহনীতে এক ওষুধের দোকানের পেছনে স্বপন ডাক্তারের ‘চেম্বার’।
স্বপন ডাক্তারের নাম গোবর্ধন আচার্য।
‘চেম্বারে’ তিনি গর্ভপাত পর্যন্ত করান বলে অভিযোগ।
পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস সন্ধ্যায় সেখানে গিয়ে ডাক্তারির লাইসেন্স,ইত্যাদি নথিপত্র চান।
কোনও নথিই দেখাতে পারেননি গোবর্ধন।
তার চেম্বার বন্ধ করে দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।
দেবাশিস দাস বলেছেন গোবর্ধন আচার্যকে আজকে সিএমও অফিসে দেখা করতে বলা হয়েছিল। তিনি যান নি।আগরতলার টেকরই চৌমোহনীতে এক ওষুধের দোকানের পেছনে স্বপন ডাক্তারের ‘চেম্বার’।
স্বপন ডাক্তারের নাম গোবর্ধন আচার্য।
‘চেম্বারে’ তিনি রোগী দেখেন, ওষুধ দেন, কিছু শল্য-চিকিৎসা করেন। গর্ভপাত করানোর পরামর্শ পর্যন্ত দেন বলে স্বাস্থ্য আধিকারিকদের কাছে ভিডিও ক্লিপ আছে বলে জানা গেছে।
পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক সঙ্গীতা চক্রবর্তী গত সন্ধ্যায় সেখানে গিয়ে ডাক্তারির লাইসেন্স, ইত্যাদি নথিপত্র চান।
কোনও নথিই দেখাতে পারেননি গোবর্ধন।
বছর খানেক আগেই ওষুধের দোকানটিরও লাইসেন্স ফুরিয়ে গেছে।
তার চেম্বার বন্ধ করে দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।
তাকে নথিপত্র নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করতে বলা হয়েছিল।
COMMENTS