ত্রিপুরার গোমতী জেলায় বাগমা বিধানসভা এলাকার খামারবাড়িতে তেইশ বছরের বিজয় জমাতিয়া খুন হয়েছেন।
একুশ বছরের পরশমণি জমাতিয়া অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে।
বলেছেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ।
খামারবাড়িতে গ্রামীন মেলা চলছিল। লোকের ভিড়েই পরশমণি, বিজয়’র পেটে ছুরি চালিয়েছেন বলে অভিযোগ গতরাতে। ধ্রুব নাথ বলেছেন।
গোমতী জেলা হাসপাতাল থেকে আগরতলার জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছিল। সকাল সাড়ে ছয়টায় মারা গেছেন বিজয়।
বিজয় ও পরশমণি’র মধ্যে আগে একদিন কথা কাটাকাটি হয়েছিল।
সারাদিনে এই নিয়ে তিনটি অস্বাভাবিক মৃত্যুর খবর হল।
COMMENTS