ত্রিপুরা স্বশাসিত উপজাতি জেলা পরিষদ ভোটে কাঁঠালিয়া মির্জাপুর-রাজাপুর আসনের তেইশটি বুথে রিপোল চেয়েছেন আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া।
বিজেপি ও আইপিএফটি ত্রিপুরা মন্ত্রীসভায় শরিক। জেলা পরিষদ নির্বাচনেও, অদ্ভুতভাবে তিনটি আসনে দুই দলেরই প্রার্থী ছিল। তা নাকি ‘ফ্রেন্ডলি ফাইট’!
শুক্লাচরণ নোয়াতিয়া সরাসরি বিজেপি’র বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ এনে ২৩ বুথে রিপোল চেয়েছেন। ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’কে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন। বাইরের লোক এনে ছাপ্পা ভোট দেয়া হয়েছে বলে তার অভিযোগ। একজন বিজেপি বিধায়ককেও অভিযুক্ত করেছেন তিনি।
পূর্ব মুহুরিপুর-ভুরাতলি আসনের আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা, বিজেপিকে দোষ দিয়েছেন অসযোগিতার।প্রশাসনে থেকেও তিনি সাহায্য পাননি,তার দাবি।
আগেও তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে এক নির্দল প্রার্থীকে জেলার বিজেপি নেতা সাহায্য করছে।
এটাও ঘটনা যে সেই নির্দল প্রার্থীর প্রচারে উড়েছে বিজেপি-পতাকা।
এক পঞ্চায়েত সমিতি’র চেয়ারপার্সনকে গতকাল দেখা গেছে, ভোটার না হয়েও বুথে বসে থাকতে, তিনি নাকি সমাজ সেবা করতে গিয়েছিলেন। অভিযোগ, সেই নির্দল প্রার্থীর পক্ষে প্রভাবিত করার।
COMMENTS