স্বশাসিত উপজাতি জেলা পরিষদ ভোটে ত্রিপুরার প্রধান বিরোধীদল সিপিআই(এম) ভোটে ব্যাপক জালিয়াতি, বুথ দখল, ভোটারদের তাড়িয়ে দেয়া, ইত্যাদির অভি্যোগ এনে ৬৫ বুথে আবার নির্বচনের দাবি রেখেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
বিজেপি নানা জায়গায় সন্ত্রাস চালিয়েছে। বীরচন্দ্রমনু গণহত্যায়যুক্ত তমাল সেন এবং তার ছেলেও বিজেপি’র পক্ষে সন্ত্রাস চালিয়েছে বলে সিপিআই(এম) বলেছে।
কংগ্রেস বলেছে, ভোটের আগের রাত থেকেই বিজেপি এলাকায় এলাকায় ভয় দেখিয়েছে। এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এমনকী ভোট রিগিং হওয়ার কথা পুলিশও স্বীকার করেছে। কংগ্রেসও কিছু বুথে আবার নির্বাচন চাইতে পারে। বিজেপি’র রিগিংবাজেরা কয়েকটি জায়গায় প্রতিহত হয়ে আর সাহস করেনি। এমনও আছে।
ত্রিপুরার শাসক বিজেপি বলেছে, এই এডিসি ভোটই সবচেয়ে শান্তিপূর্ণ ।তবে বিজে[পি’র দুই নেতার কথা দুই রকম। টিঙ্কু রায় সবচেয়ে শান্তিপূর্ণ বলেছেন। নবেন্দু ভট্টাচার্য, গন্ডগোলের জন্য তিপ্রা মথা-সিপিআই(এম)কে দায়ী করেছেন। সুব্রত ভট্টাচার্য সরকারি কর্মচারিদেরও দুষেছেন।
COMMENTS