প্রদ্যোতকেই দিতে হবে উপজাতি জেলা পরিষদের দায়িত্ব!

ত্রিপুরার উপজাতি এলাকা জেলা পরিষদের  দায়িত্বভার প্রদ্যোত কিশোর দেববর্মনের  কাছে দিতে হবে।   জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। ধলাই জেলা সদর  আমবাসার নাইলাহাবাড়ি এলাকায় অবরোধে   জাতীয় সড়কে আটকে পড়েছে অসংখ্য গাড়ি।
ত্রিপুরা পিপলস ফ্রন্ট,  সংক্ষেপে টিপিএফ, এই দলের প্রধান নেত্রী পাতাল কন্যা জমাতিয়া। তারাই অবরোধ করছেন রাস্তা।  অমরপুরেও মিছিল করেছেন  তারা একই দাবিতে।
প্রদ্যোত কিশোর  দেববর্মন ত্রিপুরার প্রাক্তন  রাজ পরিবারের সদস্য। কিছুদিন আগেও তিনি ভারতের জাতীয় কংগ্রেস দলে  ছিলেন। কংগ্রেস ছাড়ার পর কিছুদিন কাটিয়ে গঠন করেছেন ত্রিপ্রা নামে একটি সংগঠন।
 পরিষদের নির্বাচিত সদস্যদের মেয়াদ  শেষ হয়েছে ১৭ মে। করোনা সংক্রমণের  কারণে সময়ে ভোট করা হয়নি ।
 রাজ্যপাল প্রশাসক নিয়োগ করেছেন প্রাক্তন আমলা জি কে রাওকে।

COMMENTS