ত্রিপুরা সরকার কর্মচারীদের বেতন দিতে পারবে না, আশঙ্কা প্রকাশ করলেন পীযূষ বিশ্বাস

ত্রিপুরায় আর্থিক দুবস্থার কারনে উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাবে। বলেছেন ত্রিপুরায় কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস। তার আশঙ্কা সরকার হয়তো কর্মচারীদের বেতন দিতে পারবে না।

আজ বিকালে আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন পীযূষ বিশ্বাস। তার সঙ্গে ছিলেন রাজ্য কংগ্রেসের আরেক বর্ষীয়ান নেতা তাপস দে। সেই সাংবাদিক সম্মেলনে পীযূষ বিশ্বাস অভিযোগ করেন, রাজ্যের আর্থিক অবস্থা ভালো না। কিন্তু এই অবস্থাকে রাজ্যের মানুষের কাছ থেকে লুকিয়ে রাখছে সরকার। পীযূষ বিশ্বাস কোন খাতে ত্রিপুরা কত টাকা কম পেয়েছে সে তথ্য তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে।

 

তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রতিদিন বলছেন দিল্লি থেকে টাকা আসছে। কিন্তু এত যদি টাকা আসে তাহলে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল কেন।

পীযূষ বিশ্বাস দাবি করেন, মুখ্যমন্ত্রী রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। আর যদি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে লড়াই করতে চান তাহলে কংগ্রেস পাশে থাকবে।

গতকালই রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের আর্থিক অবস্থা ভালো বলে দাবি করেছিলেন।

 

আগরতলা ত্রিপুরা

COMMENTS