ত্রিপুরায় দুই নাবালিকা গণধর্ষণের শিকার!

ত্রিপুরায় দুই নাবালিকা গণধর্ষণের শিকার!

ত্রিপুরার খোয়াই জেলায় দুই নাবালিকা গণ ধর্ষণের শিকার বলে পুলিশে অভিযোগ করা হয়েছে।
বুধবার সকালে পুলিশে অভিযোগ করা হলেও, শুক্রবারে অভিযুক্তদের আটক করা হয়, গ্রেফতার করা হয়েছে আজ। আগামীকাল আদালতে নেয়া হবে।

খোয়াইয়ের চাম্পাহাওড় থানা এলাকায় মঙ্গলবার রাতভর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।
দুই নাবালিকা বাড়ি থেকে কিলোমিটার খানেক দূরে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে। চার যুবক তাদের বাড়ি ফেরার  পথ থেকে জঙ্গলে নিয়ে অত্যাচার চালায়। সারারাত আটকে রাখে।  অভিযোগ এই। ভোর হলে মেয়েরা বাড়ি ফিরে আসে,  অভিভাবকরা  পুলিশে  জানান।

বুধবারে অভিযোগ জানানোর পর। গতকাল অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশ। আবার গ্রেফতার দেখানো হয়েছে আজ। মামলা নেয়া হয়েছে।
পুলিশের ভূমিকায় কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন।
সোনাচরণ দেববর্মা,  কনক রন্জন দেববর্মা,  মালিয়া দেববর্মা ও   অমিত দেববর্মা,  চার অভিযুক্ত।

 পকসো আইনও যুক্ত করা হয়েছে মামলায়।

কাল আদালতে নেয়া হবে।

preload imagepreload image