প্রত্যেকদিনই ত্রিপুরার কোথাও না কোথাও আক্রমণের ঘটনা হচ্ছে।
আক্রান্ত হয়েছেন কমলপুর মহকুমার সুরমা কেন্দ্রের প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক প্রশান্ত দেববর্মা, সিপিআই(এম)’র প্রাক্তলন মহকুমা সম্পাদক রঞ্জিত ঘোষ এবং এই দলের মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য সৈকত আলি। মেরে তাদের রক্তাক্ত করা হয়েছে। তিনজনই এখন ভর্তি আছেন জামথুম হাসাপাতালে।তাছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন।
বিকালে কমলপুর মহকুমার চানকাপ বাজারে বামপন্থী সংগঠন জিএমপি, সারা ভারত কৃষকসভা মানুষের মধ্যে বিনে পয়সায় মাস্ক দেয়া, করোনা ভাইরাস নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছিল।
প্রশান্ত দেববর্মাসহ অন্যান্যরা সেখানে পৌঁছতেই দুস্কৃতীকারীরা এসে তাদের ওপর হামলা চালায়। প্রশান্ত দেববর্মা’র গাড়িও ভাঙচুর হয়েছে।
প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বিজেপি-আইপিএফটিকে দায়ী করেছেন এই হামলার জন্য। তিনি বলেছেন, বিজেপি-আইপিএফটি’র পায়ের নীচে মাটি নেই, দিশেহারা হয়ে বামপন্থীদের যেকোনও জমায়েতে আক্রমণ করছে। ত্রাণ শিবির, রক্তদান শিবির, এমন কাজেও আক্রমণ হচ্ছে। তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, এবং গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের কাছে আহ্বান রেখেছেন তিনি।
জিতেন্দ্র চৌধুরী, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য।
COMMENTS