উত্তরপূর্বাঞ্চলে কোভিডের মৃত্যু হারে ত্রিপুরা সবার আগে। একদিনে আরও তিন মৃত্যু।

উত্তরপূর্বাঞ্চলে কোভিডের মৃত্যু হারে ত্রিপুরা সবার আগে। একদিনে আরও তিন মৃত্যু।

ত্রিপুরায় কোভিড মৃত্যু বেড়ে ৬২। গতকাল এই সংখ্যা ছিল ৫৯। একদিনে মৃত্যু হল তিন জনের।

মৃত্যুর হারে উত্তরপূর্বাঞ্চলে সবার আগে ত্রিপুরা।

ত্রিপুরায় এখন মোট কোরনা আক্রান্তের সংখ্যা ৭২০৪ জন। তার নিরিখে মৃত্যুর হার ০.৮৬ শতাংশ।
পাশের রাজ্য আসামে সেটি ০.২৪ শতাংশ। মোট আক্রান্ত ৭৬৮৭৫ জন, মৃত্যু ১৮৯ জনের।
পাশের রাজ্য মিজোরামে তা শূণ্য। আক্রান্ত ৭৮৯ জন।
অরুণাচল প্রদেশে ০.১৮ শতাংশ।আক্রান্ত ২৭০১ জন, মৃত্যু ৫ জনের।
মণিপুরে ০.৩৫ শতাংশ। আক্রান্ত মোট ৪৫৬৯ জন, মৃত্যু ১৬ জনের।
মেঘালয়ে ০.৪৩ শতাংশ। আক্রান্ত মোট ১৩৭৪ জন, এবং মৃত্যু ৬ জনের।
নাগাল্যান্ডে ০.২৩ শতাংশ। আক্রান্ত মোট ৩৩৯৪ জন ও মারা গেছেন ৮ জন।
সিকিমে ০.০৮৫ শতাংশ। মারা গেছেন ১ জন, আক্রান্ত ১১৬৭ জন।

উত্তরপূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির তথ্য নেয়া হয়েছে, ভারত সরকারের মাইগভ ওয়েবসাইট থেকে।

COMMENTS