কেন্দ্রীয় সরকারের প্রকল্প ন্যাসনাল হেলথ মিসন। আরও অনেক এমন কেন্দ্রীয় প্রকল্প আছে। আলাদা করে ন্যাসনাল হেলথ মিসন’র কর্মচারীদের জন্য কিছু আলাদা করে করা যাবে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভায় বলেছেন।
বিজেপি ২০১৮ সালে বিধানসভা ভোটের আগে সব অনিয়মিত কর্মচারীদের ‘ন্যায়’ দেবার কথা বলেছিল।
সিপিআই(এম) বিধায়ক মবস্বর আলি বিষয়টি বিধানসভায় তুলেছিলেন। আসামের উদাহরণ তিনি এনেছিলেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, কোন্ রাজ্য কী করেছে,তা দিয়ে ত্রিপুরা সিদ্ধান্ত নিতে পারবে না।
বিজেপি’র নেতারা ২০১৮ ভোটের আগে বিজেপি শাসিত বিভিন্না রাজ্যের উদাহরণ দিয়ে প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন।
আসামের মন্ত্রী ড.হিমন্ত বিশ্বশর্মা আসামের উদাহরণ দিয়ে যেতেন।
COMMENTS