সিট্যু’র দাবি দিবসে রাস্তায় দাঁড়ালেন মানিক সরকার

সিট্যু’র দাবি দিবসে রাস্তায় দাঁড়ালেন মানিক সরকার

দাবি দিবস পালন করল সিট্যু।
আগরতলার অফিস লেনে  গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, হাতে পোস্টার নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন সংগঠনের সদস্যরা। করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব মেনেই কর্মসূচী পাল করেন তারা। 
ত্রিপুরার  বিরোধী দল নেতা মানিক সরকার বলেছেন, কোভিড ওয়ান নাইন  মোকাবিলায় সমস্ত স্বাস্থ্যকর্মীদের পিপিই দেবার দাবি জানানো হয়েছে,  তারা  যোদ্ধার মতো। তাদের সুরক্ষার দিকটি আগে দেখতে হবে।  কাজের ঘণ্টা আট থেকে বাড়িয়ে দশ, বারো ঘণ্টা করার চেষ্টা হচ্ছে, সেটা শ্রমিক স্বার্থ বিরোধী।
যারা আয়কর দেন৷ না, এমন সব পরিবারের জন্য মাসে দশ কেজি চাল এবং সাড়ে সাত হাজার টাকা দেবার জন্য দাবি, আবারও রেখেছেন মানিক।

COMMENTS