কর্ণাটকে ১৪৪ ধারা পাত্তা না দিয়ে মিড-ডে-মিল কর্মীরা রাস্তায়

কর্ণাটকে ১৪৪ ধারা পাত্তা না দিয়ে   মিড-ডে-মিল কর্মীরা রাস্তায়

কর্ণাটকে  মিড-ডে-মিল কর্মীরা ১৪৪ ধারা উপেক্ষা করে রাস্তায়। বেসরকারি হাতে মিড-ডে-মিল তুলে দেয়া যাবে না, তাদের দাবি।

সাড়া দেশে ২৮ লাখ  মিড-ডে-মিল কর্মী ১২ কোটি পড়ুয়ার  মুখে খাবার তুলে দেন। প্রতি মাসে জোটে মাত্র এক হাজার টাকা। ২০০৯-র  পর  এক টাকাও বেতন বাড়েনি।

কর্ণাটকের একজন মিড ডে মিল কর্মী ভীষণভাবে পুড়ে যাওয়ার পরেও ,  চিকিৎসার জন্য কোনও  সাহায্য পাননি।কর্মরত অবস্থায় সাপে কাটার পর বা এ ধরনের যে কোন পরিস্থিতিতেই কোনও সাহায্য তারা পান না। কোনও কারণে কাজে যেতে না পারলে তাদের বেতন কাটা যায়।

আটাশ লাখ মানুষ  বেসরকারিকরণ রুখে দেয়ার জন্য রাস্তায় নেমেছেন। লড়াই করছেন বেতন বাড়ানোর  জন্য।

কর্ণাটক সরকার সি আই টি ইউ রাজ্য সভাপতি বরলক্ষীকে গ্রেপ্তার করেছে।

preload imagepreload image