এডিসি নির্বাচন: আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

এডিসি নির্বাচন: আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

আগামী ১৭ ই মে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যকাল শেষ হচ্ছে। সেই হিসেবে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ১৭ মে’র আগেই।

উপজাতি স্বশাসিত এলাকা জেলা পরিষদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশনার ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ।

আগামীকাল প্রকাশিত হবে এই নির্বাচনের খসড়া ভোটার তালিকা।

রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচনের জন্য চূড়ান্ত পোলিং স্টেশন’র তালিকা প্রকাশ করেছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোট কেন্দ্র বা পোলিং স্টেশন নির্ধারিত হয়েছে ১১৬২ টি । ২৮ টি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ক্ষেত্রের মধ্যে ২৫ টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত এবং বাকি তিনটি আসন অসংরক্ষিত।

চূড়ান্ত পোলিং স্টেশনের তালিকা অনুযায়ী সব থেকে কম পোলিং স্টেশন আছে জম্পুইজলা মহকুমার ১৮- টাকারজলা- জম্পুইজলা আসনে। এই আসনে পোলিং স্টেশন আছে ২৬ টি । সবথেকে সবথেকে বেশি পোলিং স্টেশন নির্ধারিত হয়েছে উদয়পুর মহকুমার ২২ – কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে। এই আসনে পোলিং স্টেশন আছে ৫৬ টি ।

ষোলটি মহকুমায় এই নির্বাচন হবে। মহকুমাশাসকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে নাকি ব্যালট পেপারে। আগের দুটো নির্বাচন ইলোকট্রনিক ভোটিং মেশিনে হয়েছিল।

COMMENTS