অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবলে জয়ী ত্রিপুরা

অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবলে জয়ী ত্রিপুরা

৬৫ তম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আয়োজক রাজ্য ত্রিপুরা ।

আজ আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় ত্রিপুরা ১-০ গোলে সিকিমকে হারিয়ে দেয়। খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য । দ্বিতীয়ার্ধে ত্রিপুরার হয়ে একমাত্র গোলটি করে আচাই জমাতিয়া।

খেলা শেষে ত্রিপুরার ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা চ্যাম্পিয়ন , রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন । প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে আসাম । পুরস্কার বিতরণী শেষে মন্ত্রী মনোজ কান্তি দেব চ্যাম্পিয়ন ত্রিপুরা দলকে অভিনন্দন জানান । তিনি বলেন ত্রিপুরা আজ খুব ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে । গত বছরও রাজ্যের মহিলা ফুটবল দল জাতীয় ফুটবল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল । এটা রাজ্যের গৌরব । তিনি জানান যে রাজ্য দলের সব সদস্যকেই আর্থিক ভাবে পুরস্কৃত করা হবে ।

আসাম  দলের প্রশিক্ষক রাজু হাজারিকা  ত্রিপুরা বনাম আসামের সেমিফাইন্যাল ম্যাচ নিয়ে নিজের অসন্তোষ লুকিয়ে রাখেন নি । উদয়পুরের কে বি আই মাঠে হওয়া সেই খেলায় ত্রিপুরার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন

COMMENTS