এক মাসে গঠন করতে হবে গ্রাম ন্যায়ালয় : সুপ্রীম কোর্ট

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এবার রাজ্যগুলিকে ‘গ্রাম ন্যায়ালয়’ স্থাপনের সময়সীমা বেঁধে দিল।

এক মাসের মধ্যে প্রতিটি রাজ্যকে  নোটিফিকেশন জারি করে গ্রাম ন্যায়ালয় স্থাপনের কাজ নিশ্চিত করতে হবে। সংস্লিষ্ট রাজ্যের হাইকোর্ট এই বিষয়ে নজরদারি রাখবে ।

বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে গঠিত বেঞ্চ এই রায়দান করেছে। ২০০৮ সালেই সংসদে গ্রাম ন্যায়ালয় স্থাপন সংক্রান্ত আইন পাশ হয়েছিল। তৃণমূল স্তরে মানুষের কাছে আইনের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই গঠিত হবে এই ন্যায়ালয় গুলি। সমাজের পিছিয়ে পড়া মানুষ জন যাতে আইনের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন সেই বিষয়েও কার্যকরী ভূমিকা নেবে এই গ্রাম ন্যায়ালয় ।

COMMENTS