কৈলাশহরে একটি স্কুলে পাওয়া গেল বন্দুক

কৈলাশহরে একটি স্কুলে পাওয়া গেল বন্দুক

কৈলাশহরে একটি স্কুলে পাওয়া গেল বন্দুক। গ্রিল ঢাকা বারান্দায় বাক্সের ভেতরে ছিল।
মাগুরউলি গ্রামে বন্দুক বিক্রি হচ্ছে খবর পেয়ে পুলিশ, টিএসআর নিয়ে যায় রাত দশটার পর।
খুঁজতে খুঁজতে রাজার দিঘীর পাড় এস বি স্কুলে বন্দুক পাওয়া যায়। পুলিশ চারটি বন্দুক বেচার খবর পেয়েছিল। কাউকে গ্রেফতার করেনি পুলিশ এখনও।

কৈলাশহরেরই একজন বাংলাদেশে বন্দুক নিয়ে ধরা পড়েছেন কিছুদিন আগে। এখন সেই দেশের জেলে আছেন।

COMMENTS