“তখন বার্থ সার্টিফিকেট ছিল না, কোষ্ঠী ছিল, গরিব মানুষের তাও না”

“তখন বার্থ সার্টিফিকেট ছিল না, কোষ্ঠী ছিল, গরিব মানুষের তাও না”Featured Video Play Icon

 

নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় জন পঞ্জি , আর জাতীয় নাগরিক পঞ্জি———-ডাক নামে বেশি পরিচিতি— সিএএ, এনপিআর, আর এনআরসি।

সারা দেশজুড়েই নানা জায়গায়, এই তিন বিষয়ের বিরোধিতা চলছে। রাজধানীর শাহিনবাগে লাগাতর চলছে ধর্না। পুলিশ লাঠি চালাচ্ছে, উগ্র ধার্মিক গুলি চালাচ্ছে। বিরোধিতা কমছে না।

বিপক্ষে , পক্ষে তরজায় ‘দেশপ্রেমী’ আর ‘দেশবিরোধী’ ডাকও চলছে।

ত্রিপুরায় তার বাইরে নয়।

সিএএ বিরোধী প্রচুর বিক্ষোভ হয়েছে। জেরে টানা ইন্টারনেট বন্ধ ছিল।

 

 

 

সিএএ-র পক্ষে আরএসএস’র ছাত্র সংগঠন এবিভিপি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে। ‘ভারতে থাকতে হলে , ভারতের নীতি মানতে লাগবে’, ‘সিএএ বিরোধিতার নামে ট্রেনে আগুন দেয়া হচ্ছে’, বলেছে এবিভিপি। সেই ‘টুকরে গ্যাঙ’ ছাড়া এই কথা শেষ হবার নয়, সেটাও ছিল।

 

ত্রিপুরায় বিরোধী সিপিআই(এম) ঘোষণা দিয়েছিল ৪৮ দিনের কর্মসূচীর, এনপিআর, ইত্যাদি ইস্যু নিয়ে মানুষের দরজায় দরজায় যাবে। শুরু হয়েছে, সেই প্রচার আন্দোলন।

এই নিয়েঃ

সিপিআই(এম)-এর ৪৮ দিনের প্রচার কর্মসূচী

________________________________________________________________________________________________

 

COMMENTS