পুলিস চার্জশীট জমা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন পুরুষোত্তম রায় বর্মণ

পুলিস চার্জশীট জমা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন পুরুষোত্তম রায় বর্মণ

 

বাদল চৌধুরীর মামলায় পুলিস চার্জশীট জমা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন পুরুষোত্তম রায় বর্মণ। তিনি বাদল চৌধুরীর আইনজীবী। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ৮৭ দিনেও পুলিস এই মামলার চার্জশীট জমা দিতে পারে নি। এমনকি এই মামলার আরেক অভিযুক্ত যশপাল সিংকেও গ্রেপ্তার করতে পারে নি। যদি পুলিস চার্জশিট জমা দিতে পারে তাহলে তারা লড়াই করবেন বলে জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মণ।

৮৬ দিন বন্দী জীবন কাটানোর পর ১ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান ঋষ্যমুখের সিপিআই(এম) বিধায়ক বাদল চৌধুরী।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS