জামিন পেলেন বাদল চৌধুরী

জামিন পেলেন বাদল চৌধুরী

ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর জামিন মঞ্জুর ত্রিপুরা হাইকোর্টে।

ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই রায় দেন ১ ফেব্রুয়ারি সকালে।

এক লাখ টাকার বন্ডে বাদল চৌধুরীকে জামিন দিল আদালত।

৩১ জানুয়ারি জামিনের আবেদন উঠেছিল। তখন সরকার পক্ষ সময় চায়। আদালত সময় মঞ্জুরও করে। ১ ফেব্রুয়ারি ফের উঠে জামিনের আবেদন।

৩০ নভেম্বর থেকে বন্দী রয়েছেন বাদল চৌধুরী।

৮৬ দিন বন্দী জীবনের পর মুক্তি পেতে চলেছেন তিনি।

পূর্ত দপ্তরের কাজে অনিয়মের অভিযোগ তুলে তার বিরুদ্ধে গত বছর ১৩ অক্টোবর মামলা দায়ের করেছিল ত্রিপুরা সরকার।

ত্রিপুরার ঋষ্যমুখের সিপিআই(এম) বিধায়ক তিনি। ৪০ বছর ধরে আছেন সংসদীয় রাজনীতিতে।

এ নিয়ে আরও খবরঃ

১ ফেব্রুয়ারি বিশেষ আদালতে বাদল চৌধুরীর জামিনের মামলা উঠবে

আজ বাদল চৌধুরীর জামিনের শুনানী ত্রিপুরা হাইকোর্টে

জেলে পড়ে আহত বাদল চৌধুরী

COMMENTS