উত্তর প্রদেশের লখনউতে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী ডিফেন্স এক্সপো ২০২০ ।প্রধানমন্ত্রী এই এক্সপো’র উদ্বোধন করেন ।
প্রধানমন্ত্রী বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরতে ঘুরতে হটাৎ সবাইকে তাক লাগিয়ে দিলেন । হাতে তুলে নিলেন স্বয়ংক্রিয় রাইফেল ।
শুধু হাতেই নিলেন না যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তির মতোই তাক করলেন ফায়ারিং টার্গেটের দিকে । পেছনে দাঁড়িয়ে থাকা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের মুখে তখন হাসি ।
নেট দুনিয়াতে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগে নি । অনেক নেটিজেন মন্তব্য করছেন ‘এই না হলে ৫৬ ইঞ্চি’ । এরকমও বলছেন অনেকে , ‘মোদী হ্যায় তো সবকুছ মুমকিন হ্যায় , কথাটা এমনি এমনি বলা হয় না । উনি অনেক কিছুই করতে পারেন’।
এই এক্সপোতে হাজির হয়েছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই । এও উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে সবার সামনেই প্রধানমন্ত্রীর হাতে অস্ত্র দেখা গেছে , যদিও সবগুলি ক্ষেত্রেই ফোটো শুট বা সখ করেই করা হয়েছে । রইলো এক্সপোর সেই ভিডিও ।
COMMENTS