হারছিলেন সিসোদিয়া।
আপের সেকেন্ড ইন কম্যান্ড । দিল্লীর উপমুখ্যমন্ত্রী । শিক্ষামন্ত্রী। দলের অন্যতম স্ট্রাটেজিস্ট । দিল্লীর শিক্ষা সংস্কারের প্রধান মুখ। সিসদিয়া দিল্লীর রাজনৈতিক পরিমণ্ডলের অন্যতম মুখ।
তিনি হারছিলেন ।
তৃতীয় রাউন্ডের গণনা শেষে প্রায় ২০০০ ভোটে পিছিয়ে ছিলেন বিজেপির প্রার্থী থেকে।
আপাতত দেওয়াল লিখন এটাই আপ ৫০ টির বেশী আসন নিয়ে ক্ষমতায় আসছে। বিজেপি অনেক পেছনে।
আজ সকালে দিল্লী বিধানসভার ভোট গণনা শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রেই গণনা শেষ পর্যায়ে। আর দুই তিনটি রাউন্ডের গণনা বাকি আছে।
দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নির্বাচন ক্ষেত্র সকাল থেকেই খবরের শিরোনামে চলে এসেছিল ।
একসময় অনেক ভোটে পিছিয়ে যান এই আপ নেতা বিজেপির রবিন্দর সিং নেগীর তুলনায়।
দশম রাউন্ড থেকে নিজের অবস্থান কিছুটা ঠিক করেন সিসোদিয়া। ১৫ রাউন্ড শেষে সিসোদিয়া এগিয়ে ৩২০৭ ভোটে ।
COMMENTS