স্বাস্থ্য দফতর, দূষণ নিয়ন্ত্রণ কতৃপক্ষ ঠিকঠাক কাজ করছে না। পরিস্কার বলেছেন সদরের এসডিএম অসীম সাহা।
ত্রিপুরার রাজধানী আগরতলা, এই অঞ্চলের মহকুমাই সদর।
কয়েকদিন আগে সাধারণ প্রশাসন অন্যদের নিয়ে হোটেল, রেস্তরাঁয় তল্লাশি চালিয়ে ছিল। গা-বমি বমি করা শিউরে উঠার ছবি খাবারের দোকানগুলিতে। কোথাও খাবারে ছত্রাক, কোথাও চূড়ান্ত নোংরা, কোথাও বহুদিনের গাদ পড়া তেল। তাদের আইনি নোটিশ দেয়া হয়েছে। খাবার পরীক্ষায় ‘আনসেফ’ রিপোর্ট এসেছে।
স্বাস্থ্য দফতরের ফুড সেফটি কতৃপক্ষ , কিংবা পুর কতৃপক্ষ , খাবারের দোকান পরীক্ষার নিয়মিত কাজটি যে নিয়মিত করে না, সেদিনই বোঝা গিয়েছিল। যেমন সেদিনের পর আর কোথাও তল্লাশির খবর নেই রাজ্যের অন্য কোথাও। এখন জেলায় জেলায় মোবাইল কিট ভ্যানও আছে।
আগরতলার বটতলা বাজারে প্লাস্টিক ধরা হয়েছে, বাংলা মদও ফেলে দেয়া হয়েছে।
তখনই এসডিএম বললেন, দফতরগুলি ঠিকঠাক কাজ করছে না।
COMMENTS