৪৮ দিনের প্রচার কর্মসূচি হাতে নিয়েছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি। ৪ ফেব্রুয়রি থেকে ২৩ মার্চ চলবে প্রচার। এই সময়ের মধ্যে দলের কর্মীরা ত্রিপুরার বিভিন্ন বাড়িতে যাবেন। মানুষকে বোঝাবেন সিএএ এবং এনপিআর-এর সম্পর্কে। ২ ফেব্রুয়ারি এই ঘোষণা দেন দলের ত্রিপুরার সম্পাদক গৌতম দাশ।
সিপিআই(এম) রাজ্য দপ্তরে ২ ফেব্রুয়ারি হয় সাংবাদিক সম্মেলন। সেখানেই কথা বলছিলেন গৌতম দাশ। সঙ্গে ছিলেন দলের আরেক নেতা নরেশ জমাতিয়াও। ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি হয়েছে দলের রাজ্য কমিটির সভা। সেখানেই এলনপ্রচার কর্মসূচী ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন গৌতম দাশ। তিনি বলেছেন, ২৩ মার্চ ভগত সিং, রাজগুরু, শুকদেবের শহীদান দিবস। সেদিন একটি বড় কর্মসূচীর মধ্য দিয়ে ঐ প্রচার অভিযান শেষ হবে। তিনি জানান, প্রচারে মূলত এনপিআর সম্পর্কে মানুষকে বলা হবে। এনপিআর-এর কোন তথ্য যেন মানুষ না দেয় তা বোঝানো হবে।
গৌতম দাশ বলেছেন, বিজেপি আরএসএস-এর বিভাজনের রাজনীতি নিয়ে মানুষকে সচেতন করা হবে। তিনি বলেন, আরএসএস চায় ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে। এটা তাদের ঘোষিত নিতি।
ত্রিপুরার পরিস্থিতি নিয়ে গৌতম দাশ বলেছেন, ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর এখানে আইনের শাসন বলে কিছু নেই।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS