আগরতলায় খাবার নিয়ে অভিযান চলছে। রাজধানীর বাইরে কী হচ্ছে?

আগরতলায় খাবার নিয়ে অভিযান চলছে। রাজধানীর বাইরে কী হচ্ছে?Featured Video Play Icon

আগরতলা আজ আবার খাবারের দোকানে অভিযান চালাল প্রশাসন। সন্ধ্যায় অভিযান চালানো হয় আগরতলা শহরের মোটরস্ট্যান্ড এলাকায়।
এখানে বেশ কিছু খাবারের দোকানে হানা দেয় সদর মহকুমা প্রশাসনের লোকজন। তাদের সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের লোকজনও।
সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন, বেশ কিছু অভিযোগ ছিল তাদের কাছে। কিছু কিছু ক্ষেত্রে খাবারের দোকানগুলিতে কিছু সমস্যাও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আগরতলা শহরে এ ধরনের অভিযান চললেও মহকুমা বা জেলাগুলিতে এই ধরনের অভিযানের কোন খবর নেই।
সব জেলাতেই মোবাইল ভ্যান আছে খাবার পরীক্ষার, তবে তেমন কোনও নিয়মিত তল্লাশির খবর শোনা যাচ্ছে না।
আগরতলায় খাবার নিয়ে অভিযান চলছে। রাজধানীর বাইরে কী হচ্ছে?

ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা

COMMENTS